অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
চিরকুট - জাহিদ হাসান

মি ভীষণ ভালোবাসাপ্রিয়,
সম্ভব হলে এক চিলতে ভালোবাসা দিও 
আর এক আকাশ ভাবনা নিও।
না না ভয় পেয়োনা….কোনো নিয়ম মানতে হবেনা,
জোর করবোনা মুখোমুখি হতে,হাত ধরে হাটতে 
অথবা এলোচুল গুছিয়ে দৃষ্টির নিখুঁত যোগাযোগে
হাতের পৃষ্ঠে অথবা কপালে চুমু আঁকতে।

হুম সত্যিই…মুখোমুখির কোনো বাধ্যবাধকতা নেই
ইচ্ছের সর্বোচ্চ স্বাধীনতা তুমি পাবে,
ইচ্ছে হলে মুখোমুখি এসো নতুবা আড়ালেই থেকো।
শুধু….শুধু ভাবনার স্বচ্ছতায় হৃৎপিণ্ডের কম্পন নিসৃত
অনুভূতি রাঙা স্বরে একবার বলো ভালোবাসি,
হুম..একবার, আর কিচ্ছু চাইনা কিচ্ছুনা।
আমি তাতেই সুখী,অনেক অনেক সুখী…..
হৃদয় নিংড়ানো স্বচ্ছ ভালোবাসা কজনেইবা পায় বলো।

চারপাশে সুযোগ সন্ধানী হিংস্র ভাবনা পোষকের ছড়াছড়ি,
পরিত্যক্ত ঘরে আবদ্ধ মুখোশে ঢাকা নিষ্ক্রিয় মুখের গড়াগড়ি,
মনের নোংরা বাসনার পূর্ণতায় চারদিকে চলছে প্রতিযোগিতা।
ভালো লাগার নেই কোনো স্থায়ী ঠিকানা,যেখানে ইচ্ছে নিজের বসতি স্থাপন যেভাবে ইচ্ছে জীবনযাপন অত:পর……অত:পর সব সব  ভেঙে চুরমার…..
দিন শেষে ভালোবাসি শব্দটি রূপ নেয়…"পৃথিবীতে কে কার।"

আমি তা কখনই চাইনা ভুল করেও চাইনা না।
পৃথিবীতে স্বচ্ছ ভালোবাসার ভীষণ অভাব প্রিয়তমা।
তুমিকি পারবে সে অভাবের পূর্ণতায় ভালোবাসি বলতে?
আমার শূন্যতার পূর্ণতা দিতে…..পারবে…..?
কথা দিলাম,তোমার উপযুক্ত প্রতিদান তুমি পাবে।

জাহিদ হাসান 
রংপুর, বাংলাদেশ