অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বুকপকেট - রূপালী মান্না

ছেড়ে যাওয়া প্রেমিকার জীবন হোক
মায়ের সিঁথির মতোই উজ্জ্বল।
যে ছেড়ে গেল সে জানে
আমার সাথে ঘর বাঁধা যায়না
আমি তো এক ব্যর্থ প্রেমিক।
বাবার হার্টের ওষুধ 
ডিভোর্সি বোন ও ভাগ্নির মুখে অন্ন তুলে দিতে
মায়ের পাশে দাঁড়ানো;
প্রশিক্ষিত টেট পাশ এক টিউশন মাস্টার।
প্রেমকে বাঁচানোর সামর্থ্য আমার কই ?

জানিনা কবে পরিপূর্ণ রোজগেরে হবো
শিক্ষকতার স্বপ্নকে কী এবার বিসর্জন দেবো?
বয়স তো আর থাকেনি থেমে
তিরিশ ছুঁই ছুঁই
সমবয়সী প্রেমিকার বাড়িতে
সুযোগ্য পাত্র দেখেছে এটাই স্বাভাবিক।

যেমন করে, পাঁচ বছরের প্রেমকে ভেঙে
সপরিবারে বোনকে করেছিলাম পাত্রস্থ 
সে বোনই আজ;
চার বছরের কন্যা নিয়ে স্বামী পরিত্যাক্ত।
সে উপমা তুলে ধরেই প্রেমিকা গেল ছেড়ে
তাকে দুষবার ক্ষমতা আমার কই ?

এভাবেও কত বিচ্ছেদ নেমে আসে প্রকৃতিতে
কত নরম মাটি রুক্ষ হয়ে করে হাহাকার !
সময়ে কয়েকফোঁটা জল মেলেনা বুকপকেটে
সময় গেলে ভরে ওঠে কলসিধার।

রূপালী মান্না
পূর্ব বর্ধমান, ভারত