অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তপন কুমার বৈরাগ্য এর দুটি কবিতা

১) মিষ্টি সুরে বৃষ্টি এলো
কৃষ্টি নিয়ে বৃষ্টি এলো
কদম কেয়ার গন্ধ,
কবি লেখেন কাব্য কথা
ঘরে থেকে বন্ধ।

টাপুর টুপুর শ্রুতি মধুর
নদীনালা সিক্ত ,
চারিদিকে খুশির আমেজ
নেই তো কিছু রিক্ত।

টুপ টুপা টুপ বৃষ্টিধারা
বাতাস নহে মন্দ,
ময়ূর নাচে পেখম তুলে
কি অপরূপ ছন্দ।

সারাটা দিন টিনের চালে
দম দমা দম শব্দ,
কেউ বা থাকে আনন্দেতে
গরিব দুখি জব্দ।

গ্রীষ্মকালে ঘাম ঝরেছে
মনটা ছিল ক্রুদ্ধ,
বৃষ্টি তুমি মিষ্টি মেয়ে
করলে হৃদয় শুদ্ধ।

২) বিশ্ব ভুবন জয়
ন্ম নিলেই হয় না মানুষ
সকল শাস্ত্রে কয়,
মানুষ যারা ভালোবাসায়
হৃদয় করে জয়।

ধোঁকাবাজি জন্য আজি
দেশটা হচ্ছে শেষ,
ফাঁকিবাজির জগৎ এখন
কজন করে ক্লেশ।

মমতা আজ নেই তো মনে
নিষ্ঠুরতায় প্রাণ,
অহমিকা সবার হৃদে
রয় না প্রীতির দান।

ক্ষমা ধর্ম  কোথায় গেল
ভাঙছি পরের ঘর,
সত্যহারা জীবন শুধু
বাড়াই নিজের দর।

সবার মুখে ন্যায়ের কথা
অন্যায়েতে রোজ,
মানুষ হয়ে এই মানুষের
কেউ কি রাখি খোঁজ?

তপন কুমার বৈরাগ্য
 সাহাজাদপুর, নাদনঘাট, ভারত