অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অপূর্ণ ইচ্ছে গুলো আমার - গোলাম কবির

কসময় আমি চেয়েছিলাম পাখি হবো! 
ওদের মতো কী সুন্দর দলবেঁধে 
বর্ণিল পালকে সুসজ্জিত এই আমি 
ডানা মেলে তোমার সুনীল আকাশে 
ঘুরে ঘুরে চক্কর দেবো! 
কিন্তু হলাম না! বলতে পারো 
আমাকে তা হতে দেয়া হয় নি। 

তারপর আমি চেয়েছিলাম 
একটা দুরন্ত পাহাড়িয়া নদী হতে! 
ওর মতো নিরঙ্কুশ বয়ে চলতে চলতে 
বারবার তোমার বুকে আছড়ে 
পড়ার ইচ্ছে ছিলো খুব! 
নিজের সবকিছু ভেঙে চুরে 
একদমই নতুন করে গড়ে 
তুলতে চেয়েছিলাম ভালোবাসার  
সুরম্য উদ্যান হৃদয়ে আমার! 
কিন্তু তাও তো হতে পারলাম না।
এটাও বলতে পারো 
আমাকে তা হতে দেয়া হলো না! 

অতঃপর আমি হতে চাইলাম 
নিরেট শাদা রঙের মেঘ! 
যেনো বাউলের মতো একতারা 
হাতে নিয়ে ঘুরে বেড়াতে পারি  
সীমানা ছাড়িয়ে পৃথিবীর সবখানে
এবং ভালোবাসার উত্তাপ পেলে
বরফের মতো গলে পড়তে ! 
কিন্তু আমি তাও তো হতে পারলাম না! এটাও বলা যায় 
আমাকে তা হতে দেয়াই হলো না!   

অবশেষে আমি হলাম এমনই মানুষ 
যেনো বিষাদিত একখণ্ড কালো মেঘ!
এখন আমি নিজেও ঝরে পড়ি 
বৃষ্টি হয়ে তোমার ছলছল চোখে,
কখনো আবার দুরন্ত বাতাসের সাথে
পাল্লা দিয়ে প্রচণ্ড ঝড় হয়ে 
সব লণ্ডভণ্ড করে ফেলি, 
যা কিছু ছিলো একান্ত আমারই!

কৃষ্ণচূড়ার মতো সুবর্ণ কিংবা কামিনী ফুলের মতো সুঘ্রাণময় ইচ্ছে গুলো
আমার অপূর্ণই থেকে গেলো চিরকাল!

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ