মগের দেশ - কাজল দত্ত
বকশী পাড়ার জঙ্গলেতে
একটি শিয়াল ছিল,
চুরির মুরগি খেয়ে ব্যাটার
পেটটা ফুলে গেল।
খাওয়ার শেষে গর্তে এসে
ঢুকতে গেল যেই,
গর্তমুখে মোটা পেটটা
আটকে গেল সেই।
ভাবছে শেয়াল প্রাণটা
বুঝি এবার যাবেই বেঘোরে,
চুরির খাবার খেয়ে খেয়ে
বেড়েছে বড্ড গায়গতরে ।
চুরির খাবার খেয়ে বেটা
গিয়েছে যে ফেঁসে,
বহু কষ্টে এঁকেবেঁকে
ঢুকলো অবশেষে।
গর্তে ঢুকে শিয়াল ব্যাটা
ভাবছে বসে বসে।
চুরির খাওয়ার মজাটাই
বেশ এমন মগের দেশে।
কাজল দত্ত
বসিরহাট, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
17-06-2023
-
-