সর্ম্পক - সিদ্দিকা ফেরদৌস তরু
সর্ম্পক গুলো হয় বড়ই মধুর
যদি থাকে তা স্বার্থের অনুকূলে।
তড়িৎ গতিতে দলিত, চূর্ণিত হয়ে পড়ে
নিমিষে যদি তা যায় স্বার্থের প্রতিকূলে।
গিরিসম উচুঁ হলেও তা-
স্হলন বা অধোগতিতে নেয়না সময়।
পায়না সেথায় বিনয়াবনত ঠাইঁ
যতই অদূরবর্তী বা সন্নিহিত হোক।
নেই উপায়, নেই কোনো উপায়।
শত জনমের মধুর সর্ম্পকগুলো
দিনে দিনে পেতো প্রসারণ ব্যাপ্তি
তৃপ্তির ঢেকুঁর তোলার মতো শান্তি।
আজ সর্ম্পক গুলো সিরামিকের
পাত্রের মতো টুকরো খানখান।
যতই সুপার গ্লু দিয়ে লাগাই জোড়া
থেকে যায় দাগ, ক্ষত হৃদয়ে বিবেকে।
প্রতিটি মুহুর্তে হৃদয়ে ক্ষরন
আকাঙ্খা আবারও লাগানো জোড়া।
কিন্ত সেখানে নেই প্রভাকরের তাপ
আছে শুধু হিম হিমানীর আবরণ।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
21-06-2023
-
-