অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অভিবাসী পাখি - জান্নাত মণি

স্বপ্নের কিনার বেয়ে ঢেউশব্দ
কেউই বুঝবে না তোমার স্বপ্নের কান্না,
মনের পানকৌড়িটা ডুবতে ডুবতে ডুব সাঁতারে
প্রবল ঢেউয়ের ধাক্বায় ছোট্ট একটা সরোবরের ঝুপড়িতে আটকে পড়ল ডানাটাও -
ধুসর ঠোঁট পাঁজরের হাড়
মাছের নরম কাটার মত কাঁপছিল তটিনী শরীর।
অভিবাসী পাখি, 'তীর জুড়ে আছে বাধাঁ আছে আরও কত!
কখনো হাসনাহেনার ঘ্রাণ কখনো চুম্বন, কখনো ভৎসনা আছে আরও কত!
আছে কালিগঙ্গা আছে মেঘনা আছে উজান,
ভিজে যাও নিশ্চিতে গভীরে -
নাগরিক রৌদ্রের মিছে মরীচিকা তেতো ঠিকানা
কেন? কেন
অশ্বখুরের মতো তুমি লিখে যাও
অলিখিত দেশান্তর -
আটকে থাকুক যতই প্রভাত যাত্রা
বাসনার স্বাদ কামিনীর আধাঁর।।

জান্নাত মণি
বাংলাদেশ