দৃষ্টিপাতের সন্দর্শন - মোহাম্মদ ইল্ইয়াছ
তোমার সন্দর্শন ছিলো কলার পাতার আড়ে
সজন রাখালের বাঁশির সুরে, নদীর কলতানে
ধানি মাঠের আলে, ছাগ-শিশু চরানো মাঠে
এবং পান্থজনের চাউনি ও ক্লান্ত পদব্রজে।
তোমার সন্দর্শন ছিলো উদ্ভিন্ন চাঁদের, জোছনায়
নীল আকাশে, নিশাচর চখাচখির উড়ন্ত পাল্লায়
দুধকুমারের ঢেউছলছল পালতোলা নৌকোয়
বিষ্টি ধোঁয়া উঠোনের নেবু তলার ছায়ায়।
তোমার সন্দর্শন ছিলো বৈশাখের চণ্ডীমেলায়
বায়স্কোপের পুতুলবাজি, লক্ষ্মণ দাশের সার্কাসে
বাঘ-ভালুক হস্তী ও জোকারের রসিকতায়
বাতাসা-খৈ, চিড়া, মুড়ি-আর আখৈ গুড়ে।
তোমার সেই দৃষ্টিপাতের সন্দর্শন কত বছর হলো
ম্লান হয়নি। এখনো প্রকৃতির মাঝে অশ্রু ঝরায়।
মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
23-06-2023
-
-