মনের কথা - টুম্পা দে দাস
কতো কথাই না বলতে মন চায়
তবুও হয়নি তোমায় বলা,
মনের কথা মনেতে রেখেই
এ প্রাণের নীরবে পথ চলা।
অভিমানে ভাবি চলে যাই
তোমার পরিধি থেকে দূরে,
ভুলে থাকার ব্যর্থ প্রচেষ্টায়
মেতে থাকি বিরহের সুরে।
সব জেনে বুঝেও অবুঝ সেজে
রেখেছো কেন আমায় একা ?
চিনেও কি মুখ ফেরাবে যদি
কোথাও কখনও হয় গো দেখা।
টুম্পা দে দাস
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
-
ছড়া ও কবিতা
-
29-06-2023
-
-