তুমিশূন্যতা - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
সময় গড়িয়ে যাচ্ছে—
ঠিক তোমার সাথে আমার
ফেরারী দূরত্বের মতন করে
অথচ কেউ কারও কাছে ফিরছি না৷
কারও জন্য কোন অপেক্ষা নেই
দিনশেষে নিজের কাছেই ফেরা
তবুও গলাজুড়ে একটা আক্ষেপ
এই হয়ত লেবুপাতার ঘ্রাণের মত
তোমার মাতাল প্রেম ফিরে আসবে৷
নিঃস্ব মানুষও একবুক পাবার
আশা নিয়ে বেঁচে থাকে পৃথিবীতে
আমার ভেতর প্রচন্ড একটা ঘোর
যার শক্তিতে আমি বেঁচে আছি
তবে, কেন জানি এত কিছুর পরও
ভীষণ রকমের তুমিশূন্যতাতে ভুগছি!
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
01-07-2023
-
-