অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মহম্মদ সফিকুল ইসলাম এর দুটি কবিতা

১) বাঁচার জন‍্য
শিকারী সামনে এলে ক‍্যাকটাস হই
দেখি অঙ্গ প্রত‍্যঙ্গ আলগা আছে কি না;
ওদের প্রভুরাও আসে মাথা মুড়িয়ে দিতে 
কাটবেই যখন মাঝখানটা তক্তা করে
শির উঁচিয়ে রাখি।

সরস শরীর পাথর করি, 
দু'চারটে কাঁটার ঘা খেয়ে চিহ্নিত হোক
ওর রক্তাক্ত হাত দেখে সবাই জানতে পারবে,
আসল খুনি কে!
লোকচক্ষুর ঘৃণার ভয়ে
বাকি জীবন মাটিতে মাথা গুঁজে কাটালে 
ওটাই হবে ওর দোজখ।

২) সৃষ্টি মাঝে  
গ্রীষ্মের রাতেও আলোর চাদরে মোড়া দেশ
দূর নিকট হয়,পাহাড়ের মাথায় নাচে চাঁদ;
ছবি ছবি প্রকৃতি, নীলাকাশে তুলো তুলো মেঘ
চোখের আরামে মনে সুখের কলরব।

এমনও দেশ আছে এই পৃথিবীতে 
নয়নাভিরাম অট্টালিকা নব সৃজন আবাস
কারো কোন তাড়া নেই ঘুমাতে যাবার
গভীর রাতে প্রেত নয়, মানুষ নির্ভয়ে ঘোরে রাস্তায়!

সাওমি'তে  অঢেল সুখী হ্রদে জলকেলি
শ‍্যামল বনানী দেখে নয়নে তৃপ্তি।
ভুবনের সুখীতম মানুষেরা হাসে
যদিও বরফে মোড়া শীত চারপাশে।

ফিনল‍্যান্ড দেশটিতে মন চায় যেতে
বিধাতার রূপ পেতে প্রকৃতির বেশে।

মহম্মদ সফিকুল ইসলাম
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত