অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শীতল চট্টোপাধ্যায় এর দুটি কবিতা

১) এসো
লো, রাত্রি দেখাবো, কেমন করে
জোনাকির লন্ঠনে হেঁটে যায় সে৷
দেখাবো - মাথায় হীরে জ্বলা নাগ,
রাতকে আলো ক'রে
সবচে স্বচ্ছন্দ যে৷
শোনাবো,
হারিয়ে যাওয়া চাতকিনীর জন্য
চাতকের ডেকে - ডেকে
রাত পেরিয়ে যাওয়া৷
শোনাবো, রাতসঙ্গীতে সঙ্গত করার
ব্যাঙ - ঝিঁঝির শব্দ,
আমাদের চলমান জীবনে যারা
দূরে থেকেও ছুঁয়ে থাকা৷
এসো, চিনিয়ে দিই
জীবন একায় বলে কিছু হয়না৷

২) থৈ -থৈ
বৃষ্টি ছুঁয়ে ভালোবাসা ছোঁয়
জীবন৷
বৃষ্টিতে, কাছ থেকে দূর বাওয়া শেখে
মন৷
বৃষ্টি ভেজা দেহের বক্ষ ভূমিতে
অঙ্কুরিত হয় অনুভব,
অনুভবের বিস্তৃতি বাড়ে
বৃষ্টি সাথির সাথে চলতে - চলতে,
স্পর্শহীন তবুও অনুভবী আধার
থৈ - থৈ করে মনদৃষ্টি ছুঁয়ে৷

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ