আসবো - ফরিদ তালুকদার
(কবিতাটি 'নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky')
আমাকে একটা অস্তাচলের গল্প শোনাবে?
একটি বিষণ্ণ দুপুরের ঘুঘু, পুষ্পিত বিকেলে ভ্রমরের গুঞ্জন, গাঙচিলের আকাশ...
বল শোনাবে!?
আমি আসবো
বিজন বাতাসে মেপলের পাতায় ওঠা সুর হয়ে
আমি ছুঁয়ে যাবো তোমাদের পরানের গহীন
আমি আসবো!
আমি আসবো আমার রেখে যাওয়া হৃদয়ের ক্ষতগুলোর কাছে নতজানু হতে
কিছু ঘাসফুল হয়তো চিনে নিবে আমায় পুরনো সেই ভালোবাসায়
দেখবো বিমর্ষ লাইলাক, ল্যাভেন্ডারের ঘ্রাণ হয়তো তখনো রবে আঙিনার পাশ জুড়ে
আমি আসবো
আমি আসবো দেখতে মোহ আর ক্ষমতার নাগপাশ থেকে মুক্ত হয়ে মানুষ-
'তোমরা কতোটা শিখেছো একটি প্রসন্ন ভোরের কাছে সমর্পিত হতে!?'
নিয়ন আলোর জৌলুশকে ভুলে যাওয়া যায়
ভুলে যাওয়া যায় ঝাড়বাতি প্রমোদের ভবন
কিন্তু-
বিমূর্ত ব্যাথার এই পৃথিবী
যে কেবল ভালোবাসা বিলায় নিভৃতে, অতি নিভৃতে
তাকে কি করে ভুলি আমি!?
আমি আসবো তাই
একটি পড়ন্ত বিকেলের তরী বেয়ে আমি আসবো
নুতন আলোয় চিনে নিতে আমার পুরনো ব্যাথার ঘর!
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা
জুলাই ১১, ২০২৩
-
ছড়া ও কবিতা
-
11-07-2023
-
-