আমাকে খেয়েই বেঁচে থাকুক কষ্টরা - জাহিদ হাসান
একদিন আমি পৃথিবীর সকল কষ্টকে নিমন্ত্রণ করবো,
নিমন্ত্রণ করবো অকারণ অভিমান, অভিযোগ আর
ঘৃণাগুলোকে, যারা পাষাণের প্রভাবে নাগরিকত্ব পেয়েছে
নিরীহ শহরের, শোষণে পঙ্গু করছে সবল দেহ ও মন।
আমি চাই ওরা সবাই আসুক……
পেরিকার্ডিয়াম ছিড়ে ছিড়ে বানাবো ওদের বসবাসের ঘর,
ওরা বসতি গড়ুক। সবাইকে মুক্তি দিয়ে
ওরা শুধু আমাকে…শুধু আমাকে খেয়েই বেঁচে
থাকুক….বেঁচে থাকুক অনন্তকাল।
একদিন আমি পৃথিবীর সকল ব্যর্থতাকে নিমন্ত্রণ করবো,
নিমন্ত্রণ করবো অবহেলায় সৃষ্ট একাকিত্ব, অবিশ্বাস আর
অসহনীয় অনুভূতিগুলোকে,যারা বেঁচে আছে স্বচ্ছ হৃদয়ের
সরলতা খেয়ে, অদৃশ্য করছে স্বপ্ন, সুখ ও ভালোবাসা।
আমি চাই ওরা সবাই আসুক……
এক এক করে খুলে দিবো দুজোড়া অলিন্দ ও নিলয়,
ওরা বসতি গড়ুক। সবাইকে মুক্তি দিয়ে
ওরা শুধু আমাকে…শুধু আমাকে খেয়েই বেঁচে
থাকুক…বেঁচে থাকুক অনন্তকাল।
একদিন আমি পৃথিবীর সকল অভাবকে নিমন্ত্রণ করবো,
নিমন্ত্রণ করবো ইচ্ছায় সৃষ্ট অজুহাত, ইগনোর আর
অবহেলা গুলোকে, যারা দিনের পর দিন নিক্ষিপ্ত হচ্ছে
অসহায় নরম বিশ্বাসে, সৃষ্টি করছে ক্ষতচিহ্ন ও খরখরে দাগ
আর ধ্বংস করছে ভরসা ও বিশ্বাস।
আমি চাই ওরা সবাই আসুক……
খুলে দিবো পাঁজরের সকল জোড়া, ওরা বসতি গড়ুক।
সবাইকে মুক্তি দিয়ে ওরা শুধু আমাকে…শুধু আমাকে
খেয়েই বেঁচে থাকুক…বেঁচে থাকুক অনন্তকাল।
জাহিদ হাসান
রংপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
12-07-2023
-
-