মেঘের ভেলা প্রেমের মেলা - তপন কুমার বৈরাগ্য
তুলোর মতো যাচ্ছে ভেসে
উড়ছে মেঘের ভেলা,
থাকবো এবার তোমার কাছে
কাটবে সুখে বেলা।
আলো আঁধার সারাক্ষণই
সারাটাদিন কালো,
আমার কাছে এসে প্রিয়া
প্রেমের প্রদীপ জ্বালো।
বৃষ্টি ঝরে ঝরো ঝরো
দুলছে জলে ভেলা,
ভালোবাসার ফুলদানিতে
জমবে প্রেমের মেলা।
ঝিরি ঝিরি বাদল ধারা
ঝরছে পথে পথে,
প্রিয়তমা এসো কাছে
চড়ে প্রেমের রথে।
মুষলধারে টাপুরটুপুর
নেই তো আলোর রেখা,
এসো প্রিয়া কদমতলায়
করবো আমি দেখা।
তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর:নাদনঘাট
পূর্ববর্ধমান, ভারত
-
ছড়া ও কবিতা
-
25-07-2023
-
-