অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পেইন কিলার - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

তটা পথ হেঁটে আসার পরে 
হঠাত করেই মনে পড়লো— 
তোমার পাশে আদৌ হাঁটা হয়নি 
অথচ সবাই ভাবে তোমার জন্যই 
আমার এক জনম বৃথা গেলো! 

নিজের সাথে বেঁচে থাকার যুদ্ধে 
আজ আমি ভীষণভাবে জয়ী 
কোন অনুশোচনা এখানে ফিরে না 
শুধু মাঝে মাঝে বুকের বাঁ দিকে 
চিনেচিনে একটা ব্যথায় কাঁপন ধরে! 

আক্ষেপ আর অভিমানের দ্বন্দে 
জীবন এখানে নিভৃতে বয়ে চলে 
খুবই নীরবে সময় হারিয়ে যায়— 
আমি ডুবে থাকি তুমিহীন সাগরে 
জলোচ্ছ্বাসের স্রোতে জীবন ভাসাই! 

সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ