তোমাকে বলছি - বিশ্বজিৎ কর
আজ যখন আমার ঘুম বিদ্রোহের সাজে,
তোমার ঘুম তখন কত পরিপাটি,কত নিশ্চিন্ত!
আকাশের তারার মতো একটু ইতিউতিও নয়....
আমি তাই মেঘবালিকার পরশ নিচ্ছি,
আবেগে-ভালবাসায়!
আজ যখন দেখা না পাওয়ার বেদনাগুলো কাঁদছে,
তখন তোমার বেদনা নাটুকেপনার ছবি আঁকছে!
তোমার কষ্ট হচ্ছে না না-দেখা কবিতার জন্য?
আমি মেঘবালিকার পরশ নিচ্ছি,
তোমার গন্ধমাখানো কবিতা আঁকড়ে!
বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
03-08-2023
-
-