অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অবলোকন - সাকী নাজরীন

মি নাকি নেই সেই আগের মতোন
বলেছ তুমি…আক্ষেপের সাথে। 
উত্তর দেইনি সেদিন কিছু 
থেকেছি নিরুত্তর।  
আমিও ঠিকই বুঝতে পারি
আনকোরা আমি
বদলেছি ঢেড় ভিতরে ভিতর!

তুমি কি জানো মানব মনন গঠন কি প্রভাবে?
সমাজরীতিতে….
আমায় কি ভেবেছ ব্যাতিক্রম তুমি?
মোটেও না…সকল সমাজরীতি
মেনেছি পঁই পঁই। 
তাই তো ছিলাম তোমাদের কাছে
মনমতো যুৎসই,
সয়েছি অশিষ্ট অকথন একজাই। 

বলতে পারো প্রজ্ঞায় ছিলাম অজ্ঞ তখন
শিখানো আবেগে অন্ধ,
দেখো …সমাজের এত গলদ বারতা
ধর্ম বলে না তা
বিভ্রান্ত মনে চলে দ্বন্দ্ব। 

সহসা সরলো কচুরীপান…রবির বিভায় 
দেখি স্বচ্ছ সরোবর,
জলের তলের বিশুদ্ধতা ও গড়বড়। 
পুলক জাগে মনে যেন
কুয়াশা সরায়ে সূর্য্যছটার প্রথম আলোক প্রাণে!
ঠিকই বলেছ তুমি
বদলেছি আমি ঢেড় ভিতরে ভিতর।

সাকী নাজরীন
অটোয়া, কানাডা