অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
ভালোবাসার কাছে এলেই এমন - সুলতানা শিরীন সাজি

মি তোমার হাত দুটো ধরতে চাই ভীষন যত্ন ভরে,
আমি তোমার চুল ছুঁতে চাই বাতাসের মত আলগোছে!
আমি যখন পিয়ানো বাজাতাম,
তুমি পিছন থেকে আমায় ছুঁয়ে থাকতে!
তোমার চুল আমার চোখ,মুখের উপর খেলা করতো!

আমি তোমাকে শক্ত করে ধরে রাখতে চাই!
যেনো পাহাড়ের কার্নিশে দাঁড়িয়ে এতটুকু ভয় না হয় তোমার!
তুমি শুনতে পাচ্ছো, আমি বলছি,
আমার ভিতরে এত অসীম এক আকাশ রয়েছে যে তুমি অন্য কোন আকাশে ওড়ার কথা চিন্তাও করতে পারবে না!
তোমার সন্তরণের সাধ?
আমার ভেতরে এত অসীম এক সিন্ধু রয়েছে, সাগর রয়েছে,
   মহাসাগর রয়েছে,
          যা তুমি সাঁতরে শেষ করতে পারবে না!
এত ভালোবাসবো যে আমাকে ছেড়ে যাবার কথা তুমি কল্পনাই করতে পারবে না!
এত মায়া দেবো যে সেই মায়ার বাঁধন তুমি কখনো ভেঙে যেতে পারবে না!
অতএব তুমি আমার হয়ে যাবে, হয়ে গেছো,
হয়ে আছো, হয়ে থাকবে!
ভালোবাসি ধ্রুবতারা!

তুমি আমাকে শুনছো আর মুগ্ধ হয়ে আকাশের নীল দেখছো, পাহাড়ের বুকে প্রতিধ্বনি 
শুনছো,সাগরের উত্তাল জলস্রোত দেখছো!
আমি দেখছি, তোমাকে!
কেমন করে সাদা বক হয়ে উড়ছো আমার আকাশে!

মেয়ে জানো তো ,আমার সারাজীবনের একলা অপেক্ষার নাম,তুমি!
~~
“কে আসিছে' বলে চমকিয়ে চাই    কাননে ডাকিলে পাখি॥”

সুলতানা শিরীন সাজি
অটোয়া, কানাডা