ফাঁকফোকরে - প্রভঞ্জন ঘোষ
জারুল বনের ধারে
একটি সর্প খাচ্ছে চুমু
ব্যাঙের ওষ্ঠ ধরে।
পাকা আমের গালে
কোকিল আরো রুজ বুলিয়ে
রাঙিয়ে দিচ্ছে ডালে।
তেপান্তরের মাঠে
একটি প্যাঁচা ইঁদুর ছানার
পীঠ খোঁটাচ্ছে সেঁটে।
নুরুর কচুর বিলে
হারুর শুয়োর রাম নিড়ানি
দিচ্ছে দশে মিলে।
মনের যত মনিষ
বনের বায়ু বাড়িয়ে চলেন
বনকে ক'রে ভ্যানিস্-
ব্যাক্টিরিয়ার ছা
ফাঁকফোকরে লস্যি খেয়ে
উদোম নেচে যা।
প্রভঞ্জন ঘোষ
পশ্চিম মেদনীপুর, ভারত
-
ছড়া ও কবিতা
-
08-08-2023
-
-