জারুল বনের ধারেএকটি সর্প খাচ্ছে চুমুব্যাঙের ওষ্ঠ ধরে।পাকা আমের গালেকোকিল আরো রুজ বুলিয়েরাঙিয়ে দিচ্ছে ডালে।তেপান্তরের মাঠেএকটি প্যাঁচা ইঁদুর ছানারপীঠ খোঁটাচ্ছে সেঁটে।নুরুর কচুর বিলেহারুর শুয়োর রাম নিড়ানিদিচ্ছে দশে মিলে।মনের যত মনিষবনের বায়ু বাড়িয়ে চলেনবনকে ক'রে ভ্যানিস্-ব্যাক্টিরিয়ার ছাফাঁকফোকরে লস্যি খেয়েউদোম নেচে যা। প্রভঞ্জন ঘোষপশ্চিম মেদনীপুর, ভারত
Ashram Bengali Magazine, Ottawa