অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কথা ছিলো তুমি আসবে - মোহাম্মদ ইল্ইয়াছ

থা ছিলো তুমি আসবে
আনন্দ হাসিতে ফুটবে-
বৃষ্টিভেজা পুরনো গাছের বকুলফুল।

কথা ছিলো তুমি হাসবে
দোয়েল ছানারা উড়বে-
পদ্মপাতায় দেখবো বিলের ছায়া। 

কথা ছিলো তুমি নাচবে
মেঘপরিদের দলে-
নীল আসমান নামবে ঘরের চালে।

কথা ছিলো এ যাত্রায় দাঁড়াবে
উঠোনের ঘাসগুলো কাঁপবে
খোপের পায়রাগুলো করবে সম্ভাষণ। 

কথা ছিলো তোমার ললাটে 
পরাবো খুশির টিপ
দর্শনে লজ্জা পাবে দূরের চাঁদ
কথা ছিলো আসবে হাসবে উৎসবে।

মোহাম্মদ ইল্ইয়াছ 
ঢাকা, বাংলাদেশ