অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
সময়ের প্রয়োজনে - দেওয়ান সেলিম চৌধুরী

ময়ের প্রয়োজনে সবকিছু বদলে যায়
  এই নদী, পথ, ইমারত
ক্ষণে ক্ষণে ধর্ম্মও বদল হয়
   বিধাতাও ভুলে তার একান্ত শপথ।
টিকে থাকার প্রয়োজনে ধর্মকেও
   শিথিল হতে হয় কত
বাদ পড়ে অতি পবিত্র ডাইনি নিধন
   আর সতীদাহ ব্রত
নূতন করে সাজিয়ে নেয়া, আগের দেয়া
    পাপ পূণ্য যত।
বিধাতাও ধীরে ধীরে সংযত হয় অবিরত।
পবিত্রতার প্রয়োজনে চাঁদকেও লুকাতে হয়,
   রহস্যময় পৃথিবীর ছায়ায়
নূতন পরিচয়ে ফিরে আসে আকাশে আবার
    কি অদ্ভূত মায়ায়।
সভ্যতার মানচিত্র বদল হয়,
     বদলে যায় পৌরানিক নিষ্ঠুরতার পথ
উন্নত পৃথিবীকে দেয়ার থাকেনা কিছুই,
      তাইতো থেমে যায় জিব্রাইলের রথ।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা