অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
আমার গাঁ - বদ্রীনাথ পাল

মার বাড়ি একটি গাঁয়ে চারদিকে তার মাঠ-
ঠিক পাশেতেই একটা দিঘি সান বাঁধানো ঘাট।
মেঠো পথটি হারিয়ে গেছে গিয়ে খানিক দূর,
ভোর হল যেই, শুনতে পাবে বৈষ্ণবীটির সুর।

মাটির বাড়ি সারি সারি ঝুলছে তাতে পুঁই-
ভাঁট ফুলেরা আলো করে আছে ভিজে ভুঁই।
তাড়িয়ে গরু আল পথে ওই রাখালরা যায় রোজ,
দুঃখ সুখে পাড়া পড়শি সবাই রাখে খোঁজ।

আটচালাটি ছেয়ে আছে আম তেঁতুলের গাছ,
সন্ধ্যে সকাল চলছে সেথায় চড়ুই-তিতির নাচ।
পাশাপাশি বাস করে সব হিন্দু মুসলমান-
সবার সাথে আছে সবার ভাইয়ের মতো টান।

বদ্রীনাথ পাল,
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ