চোখের সবুজ গাছ - সুলতানা শিরীন সাজি
তোমার চোখের আঙিনায় যে গাছটা রেখে এসেছিলাম,
বলেছিলাম, মাঝেমাঝে চোখের জল দিও!
কেমন আছে সেই গাছটা এই জল ঝুমঝুম দিনে?
প্রচন্ড সুখী মানুষের জীবনেও চোখ ভর্তি জলের নদী থাকে!
সুখ কি?
সুখ মানেই তোমার চোখে, আমার চোখের অবাক সাঁতার!
সুখ মানে তোমার কাছে আমার নাকি আমার কাছে তোমার নতুন করে ফিরে আসা!
জলে ডুবতে দিওনা চোখের সবুজ গাছ,
মাঝে মাঝে পাতাদের ছুঁয়ে দিতেই পারো!
জানোতো গাছেরাও আহ্লাদি হয় ভালোবাসার কাছে এলে!
সুলতানা শিরীন সাজি
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
16-08-2023
-
-