অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
তিনি ফিরে এলেন - মুহম্মদ বজলুশ শহীদ

তিনি ফিরে এলেন বহুদিন পরে,
গ্রহান্তরিত হয়ে যেমন এলিয়েন চলে আসে পৃথিবীতে, তেমনি এক ভিন্ন শকটে চড়ে এলেন তিনি। 
এসেই  দেখলেন আকাশ ছোঁয়া অট্টালিকা,  দেখলেন উড়ন্ত সড়ক, হাওয়াই ট্রেন, আরো দেখলেন অসুখী  মানুষের ম্রিয়মান মুখ। 
বৃক্ষগুলোর দিকে তাকালেন, নদ-নদীর দিকে তাকালেন,
৩২ নম্বর সড়কের দিকে তাকালেন, 
সেই বাড়িটার দিকেও তাকালেন।
আটচল্লিশটা বছর আগে যেমন ছিল
অনেকটা তেমনি আছে, শুধু বদলে গেছে মানুষ, বদলে গেছে-বাংলাদেশ। 
অবিকল তাঁর কোর্ট পরে ঘুরছে যারা তাদের অনেকের চেহারা অতি চকচকে, গাড়ির বহরে, 
মোসাহেব, তেলবাজ,  
তিনি অবাক হলেন -এরা কারা!
তাঁর মনে পড়ে গেলো-এরা আগেও ছিল, এখনো আছে।
দৃষ্টি ফেরালেন জনতার দিকে- দলবদ্ধ  মানুষের সারি, 
প্রত্যকের মুষ্টিবদ্ধ হাত, 
হাতে প্ল্যাকার্ড আর আকাশ ছোঁয়া উচ্চারণ - যা তিনি নিজেই উচ্চারণ করেছিলেন একদিন- "বাংলার মানুষ তার অধিকার চায়!"

তিনি এখন জনতার কাতারে মিশে গেলেন- আবার তর্জনী তুলে বললেন-
 "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।" 

মুহম্মদ বজলুশ শহীদ
আগস্ট ১৭, ২০২৩
অটোয়া, কানাডা