স্বার্থপরতায় বেঁচোনা নাকো তুমি,তুমি হয়তো হবে সবচেয়ে উৎকৃষ্টহয়তো বা হতে পারো —সরোবরের পদ্মফুল।কিন্তু জানো কি তোমার চারপাশটাযাবে ভরে এক ভয়াবহ অস্থিরতায়।তুমি হয়তো খুঁজে পাবে জীবনের মানেখুঁজে পাবে হয়তো অনাবিল সুখের ঠিকানা।আর হয়তো কোন একক্ষণে তুমিঅনুভব করবে তোমার চারপাশেরবিবর্ন ধূসর পৃথিবীকে।তবুও কি তুমি ধরবে আকঁড়েতোমার সুখের স্বার্থপরতাকে?খুঁজোনা ভালোবাসায় স্বার্থপরতাকিংবা সম্পর্কে।।আসলে স্বার্থপরতা শুধুইএকাকি বেঁচে থাকার অঙ্গীকার। সিদ্দিকা ফেরদৌস তরুগাইবান্ধা, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa