স্বার্থপরতা - সিদ্দিকা ফেরদৌস তরু
স্বার্থপরতায় বেঁচোনা নাকো তুমি,
তুমি হয়তো হবে সবচেয়ে উৎকৃষ্ট
হয়তো বা হতে পারো —
সরোবরের পদ্মফুল।
কিন্তু জানো কি তোমার চারপাশটা
যাবে ভরে এক ভয়াবহ অস্থিরতায়।
তুমি হয়তো খুঁজে পাবে জীবনের মানে
খুঁজে পাবে হয়তো অনাবিল সুখের ঠিকানা।
আর হয়তো কোন একক্ষণে তুমি
অনুভব করবে তোমার চারপাশের
বিবর্ন ধূসর পৃথিবীকে।
তবুও কি তুমি ধরবে আকঁড়ে
তোমার সুখের স্বার্থপরতাকে?
খুঁজোনা ভালোবাসায় স্বার্থপরতা
কিংবা সম্পর্কে।।
আসলে স্বার্থপরতা শুধুই
একাকি বেঁচে থাকার অঙ্গীকার।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
17-08-2023
-
-