সত্য সময়ের চেয়েও সুন্দর!কিন্তু সুন্দরের ভেতরএখন সেই সত্য নেই-এটা সত্য!জীবন এক চরম সত্যের ভেতরকঠিন নীরবতাঅতিক্রম করা কারো পক্ষে সম্ভব না। সত্যের ভেতর এক অনধিগম্য মহাকাল!আমার এক হাতে ধূসর স্বপ্নআর হাতে ধূসর কল্পনাসময়ের এখন গভীর অসুখ! তবুও মানুষ সময়কে নিয়েই বাঁচতে চায়!আমার জোড়া চোখ স্বপ্ন-কল্পনার কাছে ঋণী-আমি ঋণী বিমূর্ত, দুর্বোধ্য সময়ের কাছে।এটাই জীবনের এক অমীমাংসিত শ্রুতলিপি! মুতাকাব্বির মাসুদশ্রীমঙ্গল, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa