অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সত্যের মৃত্যু নাই - দেওয়ান সেলিম চৌধুরী

সৃষ্টির পর থেকেই বিশ্বাস নিয়ে কত বিচিত্র খেলা
ভয় ভীতি, লাভ ক্ষতির কত বাণিজ্য মেলা
বারে বারে পালটানো মত, বিচিত্র পথ, পথের নাহি শেষ
কত সাজে সাজিলে তুমি, হে জ্ঞানী, একি তব বেশ?
শেষে এসে অবশেষে খুলে দিলে সত্যের ডালা খানি
ভালোবেসে নিঃশেষে উজাড় করা সঞ্চিত যত বাণী।
তারপর নিজেই গাহিয়া উঠিলে, নিজের জয়গান
মানুষেরে ভালোবেসে এই তব শেষ দান।
সব সত্য এখানে লুকানো সত্য খুঁজনা আর
যত সত্য পাঠায়েছি আমি অতীতে বার বার
সব সত্যের মৃত্যু হয়েছে, প্রয়োজন নেই তার।
চূড়ান্ত সত্য গ্রহণ করার সময় এসেছে এবার।
সে কি তুমি একা? নাকি ভিন্ন ভিন্ন ঈশ্বর,
বিচিত্র সত্য এনে ভাঙিলে সুখের ঘর?
রেশা রেশী করে উঠিলো জাগিয়া তাজা রক্তের ঝড়।
ধর্ম্ম ভেদে তোমার কাছেও কেনইবা আপন পর?
এ কেমন খেলা, এত অবহেলা, হে সত্যের ঈশ্বর?
বিচিত্র বিশ্বাস নিয়ে আজো যারা বেঁচে আছে
যাদের হৃদয়ে বিশ্বাসের সুর শক্তি হয়ে বাজে,
তুমিই সত্য, তুমিই আলো, মঙ্গল যাদের কাছে
একদা, তোমার শেখানো সত্য আজিকে কেমনে বলিবে মিছে
মানুষের ভালোবাসা দু’পায়ে মাড়ানো, বিধাতার সেকি সাজে?

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা