তোমরা তাকে পাগল বলতে পারো - ফরিদ তালুকদার
একজন বৃদ্ধ লোক রাস্তার পাশের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে
একজন বৃদ্ধ লোক তার লক্ষ্যের দিকে এগোতে এগোতে একাকী হাসছে!
আমরা সবাই আমাদের লক্ষ্য নির্ধারণ করি কিন্তু আমাদের গন্তব্য কখনো নিশ্চিত নয়।
সবসময় পাশাপাশি-ই বাস করে ভালোবাসা এবং প্রয়োজন
যদিও যখন দ্বন্দ্ব আসে, ভালোবাসাই হেরে যায় প্রয়োজনের কাছে!
হয়তো কেউ একজন এখনো আমার জন্যে অপেক্ষা করে
তার হৃদয়ের সিঁড়ি পথে একটি ছায়ার জন্যে হয়তো সে এখনো পথ চেয়ে থাকে
এই পার্থিবে আমার জীবন এখন দুই ভাগে বিভক্ত হয়ে আছে
আমি আর কোনো লক্ষ্য নির্ধারণ করি না, না কোনো স্বপ্ন দেখতে চাই
আমি জানি না বাতাসের কোনো লক্ষ্য থাকে কিনা, কিংবা স্বপ্ন
ওহে---
আমাকে একটি বাতাসের মতো বয়ে যেতে দাও, বাতাসের মতো বয়ে যেতে দাও!
আমি কোনোদিন-ই জানবো না, এই যে আমি এখন এখানে আমার গন্তব্যে দাঁড়িয়ে-
এর জন্যে কতোটা অংশ ছিল পূর্ব নির্ধারিত আর কতোটাই বা দায়ী আমার কর্মের ফলাফল
থমথমে নীরবতা কখনো গর্জনের চেয়ে অনেক বেশি তীব্র হয়
এক ভগ্ন হৃদয় তার সবগুলো জানালা খুলে দেয়- একটি আলোক রশ্মির প্রতীক্ষায়, কেবলই একটি আলোক রশ্মির প্রতীক্ষায়!
আমরা সবাই আমাদের লক্ষ্য নির্ধারণ করি কিন্তু-
আমাদের গন্তব্য কখনো নিশ্চিত নয়!
একজন বৃদ্ধ লোক ফুটপাত ধরে হাঁটছে এবং নিজে নিজেই হাসছে
দুই ভাগে বিভক্ত এখন আমার জীবন
এই পার্থিব জগৎ কিংবা অসীম, এ আত্মা তো রবে এক মায়ার-ই ঘর
আমাকে তার গহীনেই থাকতে দাও
আমাকে বাতাসের মতো যেতে দাও
স্বপ্নহীন!---
একজন বৃদ্ধ লোক ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে আর!----
('নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন)
ফরিদ তালুকদার / সেপ্টেম্বর ২৫, ২০২৩
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
28-09-2023
-
-