অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তর্ক বিতর্ক - মোহাম্মদ হারুনুর রশীদ

রা বসত করে একই বাড়ি 
কভু নাহি করে ছাড়াছাড়ি 
আছে ছোট বোন সতর্ক 
আর পিঠাপিঠি দুই ভাই 
তর্ক আর বিতর্ক। 
খুঁজে মরি বাড়ি সারা
এ ঘর ও ঘর খুঁজে বোন সতর্ক 
ওরা যে পিঠাপিঠি দুটো ভাই 
তর্ক আর বিতর্ক। 

যদি ঘটে চুন থেকে পান খসা
শুরু হয় ঠুকাঠুকি কোণঠাসা
এ ঘর ও ঘর খুঁজে ছোট বোন সতর্ক
ওরা যে পিঠাপিঠি দুটো ভাই 
তর্ক আর বিতর্ক। 

ঘটিযে লঙ্কা ভার
করি সব তোলপাড় 
তবু প্রাণে জোর ঠাসা 
তর্ক বিতর্কের ভালবাসা
ওরা করে সব নব সৃষ্টি নব আশা
ভাঙ্গে সব ধূসর দু:স্বপ্ন 
নিরাশা দুরাশা।

চলুক তর্ক বিতর্ক রাত দিন ভোর
যতদুর যায় যাক যাক ওরা 
তর্ক বিতর্ক এই দুই সহোদর
চলুক তর্ক বিতর্ক 
দূর আরও বহুদূর
শুধুই বিশ্বাসে মিলায় না সত্য
তর্ক আনে সত্য কাছে মোর।

তর্কে বিতর্কে জ্ঞান হোক অবমুক্ত
গড়ি এসো প্রগতির ভিত শক্ত পোক্ত  
তর্কে বিতর্কে এসো গড়ি বুদ্ধি বলিষ্ঠ 
তর্কে বিতর্কে এসো গড়ি এ বিশ্ব 
গড়ি প্রিয় মোদের এ স্বদেশ শ্রেষ্ঠ। 

মোহাম্মদ হারুনুর রশীদ 
শ্রাবণ ২৮, ১৪৩০
অগাস্ট ১২, ২০২৩
অটোয়া, কানাডা