অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তিতুমীর ভালোবাসা - জান্নাতুল নাইম

নিত্য তোমার তিতুমীর ভালোবাসা ঊষার তেজালো আলোয় উদ্ভাসিত হয় আমার মস্তিষ্কে প্রতিদিনই।

উষ্ণ আদরে কুসুমে কোমলে শরতের এ প্রাতঃবেলা, 
ওম হয়ে কাছে আলতো ছুঁয়ে শরীরের ৩৭ ডিগ্রী, 
আর ঘরের ২৩.৭ ডিগ্রী তাপমাত্রার সমতা আনে আস্তে আস্তে।

সুষম তাপমাত্রার রাসায়নিক উপাদান বিন্যাসের মতোই আমার রাতের জড়া দেহে সুবিন্যস্ত হও তুমি।
তোমার তিতুমীর ভালোবাসা উপলব্ধি করি আমি ক্রমান্বয়ে।
আমার চিন্তাকোষে পুনর্জন্ম হবার মতোই তোমার তিতুমীর প্রেম জাগ্রত হয় আরবার উষ্ণ উত্তাপে।

আমার অনুভূতির, আবেগের ও জড়া দেহের অচৈতন্য চিন্তার গতি সাধিত হয় ধীরালয়ে সে উষ্ণতায়।
তোমার বিদ্রোহী কৃতজ্ঞতার আরষ্টে প্রস্তুত করি মনকে।
আমি দিবসের রুটিন কর্মের স্কেজিউল শুরু করি।
এগিয়ে যাই দিবসের কর্ম তালিকার প্রোজেক্ট এক্সিকিউশনে।

তিতুমীর, যেমন করেছিলে তুমি ইংরেজ হটাতে, 
বাঁশের কেল্লা বানিয়ে দিনে দিনে।
তোমার তিতুমীর ভালোবাসা, আমার সাথে চলে।
আর সেই ঐতিহাসিক দ্বি-স্তর বিশিষ্ট অপূর্ব নির্মাণ!আমার আত্মায় অবস্থান করে অনুপ্রেরণার শক্ত শিকড় হয়ে।
তোমার আমার ভালোবাসার বন্ধন হয়ে।

জান্নাতুল নাইম
নর্থ ইয়োর্ক সেন্ট্রাল
টরন্টো।