অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ফিরে না গেলে - শীতল চট্টোপাধ্যায়

মাদের জন্য
শিশির ভেজায় শরৎ আসে আজও,
আমাদের জন্য সপ্তমীর চাঁদ লেখে
জ্যোৎস্না কাব্য আজও ,
আমাদের জন্য
এ গ্রাম-ও গ্রামে দুর্গা আসে আজও,
আমাদের জন্য
জোনাকিরা পথে-পথে আলো হয় আজও ৷
নবমী চাঁদের মন ভারীতে
আগের মতোই আজও আমরা
মিশিয়ে দেবো আমাদের মনকেমন৷
আমাদের ছেড়ে ডুবতে না চাওয়ার চাঁদ জেগে আছে এখনও ,
আমরা ফিরে না গেলে
ফিরবেনা চাঁদও ৷

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ