শাওন অতিথি - মোহাম্মদ ইল্ইয়াছ
অনন্ত বিকাশের ধারায় এই বাদল গগনে
কাজল আঁখিতে ভাসে রজনীগন্ধার পাতা
আমার বুকে লেগেছে দিগন্তের কাঁপন
নব প্রভাতে তাই গেঁথেছি শিশিরমালা।
কুসুম ফুটেছে আঁচলে ঢাকা নরোম খোঁপায়
শেফালি কিংবা মালতীলতার নবীনদল
হস্ত-পদে কাঁকন-নূপুর সোনালি-রূপালি বৈভবে
আমি তো এসেছি গোধূলির পয়ার সমিল পদ্য নিয়ে।
বনফুলের কুঞ্জবালা তুমি, হাসিটুকু মোহনীয়
রাগে-অনুরাগে এই গীতি-উচ্ছ্বাস শুধু তোমারই জন্য
নদী- নির্ঝরে, পাখির কূজনে উদাসী পথিক আমি
তোমার চরণে রাখিব 'আত্মনিবেদনের ডালা'
এসো বাদল -দিনের পরি, শাওন ক্ষণের সখি
দুয়ারে রাখো পায়ের কনকপাতা এবং শূন্য হৃদয় মাঝে।
মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
03-10-2023
-
-