যুদ্ধ চাই না, শান্তি চাই – কবির চৌধুরী
এ কী
শুরু হলো নির্বিচারে
মানুষ হত্যা আবার!
ঘুমন্ত মানুষ
শিশু-আবাল- বৃদ্ধ-বণিতা
ঝাঁকে ঝাঁকে
রকেট
আর
বোমা
মানুষেরই তৈরী
দানবের হাতে প্রাণ হারাচ্ছে মানুষেরই স্বজাতি।
কিছু হিংস্র আর মুনাফালোভী
মানুষ নামধারী অমানুষের
খেয়ালি কারণে
সাধারণ মানুষ আজ অসহায়
আস্কিলন, গাজা আর কিয়েভে।
সারি সারি বিল্ডিং আর ধ্বংসস্তুপের নিচে
আগামীর শিশুরা ব্রাকেটবন্দী, মৃত!
লেখা হবে অনেক বীরত্ব গাঁথা!
অনুপস্থিত থাকবে শুধু আর্তচিৎকার আর আহাজারি।
অকালে বাচ্চা হারানো মা-বাবার
কষ্ট আর বেদনার কথা লেখা হবে না কখনো
ইতিহাসের সমৃদ্ধ পাতায়।
এখন সময়
তথাকথিত সভ্যসমাজের
ভদ্র মানুষদের জেগে ওঠা আর প্রতিবাদ করা
সাহস করে বলতে হবে-
আমরা যুদ্ধ চাই না
“শান্তি চাই।
শান্তি চাই।।“
কবির চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
11-10-2023
-
-