আকাশের বিশালতা - মো. সুমন মিয়া
দেখেছো কি একাকিত্বে দাঁড়িয়ে কভু
আকাশের বিশালতা,
সুদূরে শুন্যে উড়া পাখি?
হাওয়ায় ঢেউ তুলে তাদের ডানা।
বিহঙ্গ মুখরিত কলতানে সুখ খুঁজে পাই
দেখি মুক্ত স্বাধীনতা,
উজার করি দীর্ঘশ্বাস পোড়া মনের,
হিম শীতল হয় রক্ত কণা।
আকাশের সুবিশাল বক্ষে ক্ষুদ্র পাখি উড়ে
সুখী হই দেখে তাদের ডানা মেলা বহতা,
শুধু কি উড়ার মাঝে সুখ; উদার হওয়ার মাঝে নয়?
ভাবি হয়ে আনমনা।
সুখ আপেক্ষিক; কারো ভোগে, কেউ করে ত্যাগ
কেউ দয়া নিয়ে সুখী, কেউ দেখিয়ে উদারতা,
আমি কি পাখি হব নাকি আকাশ
পথ দেখাও মম করি আরাধনা।
মো. সুমন মিয়া
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
12-10-2023
-
-