অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্রষ্টাই যদি তব পরিচয় - দেওয়ান সেলিম চৌধুরী

বিধাতা যখনই নূতন নামে
করেছে আত্ম প্রকাশ,
মুহূর্তেই ভুলে গেছে অতীতের সব স্মৃতি
আর মানুষের রক্তাক্ত ইতিহাস।
নিজেই ভুলে গেছে নিজের আত্মপরিচয়
মানুষের ভালোবাসা আর সীমাহীন ভয়।
মাঝে মাঝে প্রশ্ন জাগে, হে রহস্যময়
এ বিশ্বের একক স্রষ্টা তুমি, স্রষ্টাই তব পরিচয়।
নামহীন তোমাকে নিয়ে মানুষের মনে, ছিলনাতো সংশয়।
তবুও তুমি অতৃপ্ত কেন? দেবে কি উত্তর, হে রহস্যময়?
কেন বারে বারে খেলিয়াছ তুমি, বিচিত্র নামের খেলা
নূতন নামের প্রয়োজনে ডুবায়েছ তুমি, পুরাতনের ভেলা।
নিজের প্রয়োজনে যতবারই নূতন নামে-তে আসা
বদলে দিয়েছ পুরানো পাণ্ডুলিপি, বদলে দিয়েছ ভাষা।
তোমার সৃষ্ট নামের কারণে কত রক্তগঙ্গা বয়
মানুষে মানুষে করে হানাহানি, কত জীবনের অপচয়।
বিচিত্র নামের প্রতি এত নেশা কেন, হে মঙ্গলময়
নূতন নামের আকিকা দিতে, কেন এত রক্তের অপচয়?

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা।