অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস এর দুইটি কবিতা

১) স্মৃতিবিভ্রম

এইমাত্র ফিরে এলাম— 
তেপান্তরের স্বপ্নরাজ্য থেকে, 
মাঝে মাঝে নিজের অজান্তেই 
হারিয়ে যায় স্বপ্নলোকে! 
চোখের মাঝে ভেসে উঠে 
স্মৃতিপটে জমে থাকা পুরানো স্মৃতি৷ 
মনের অজান্তেই বহে চলেছে 
বর্তমানে সেই অতীত; 
পুরানো স্মৃতির রূপ নিয়ে৷ 
আচমকা স্মৃতি ভেঙ্গে বর্তমানে ফিরে আসি! 
কিন্তু আগামীতে আবার যখন 
ভবিষ্যত বর্তমানে রূপ নেয়— 
তখন মনে হয় এ যেনো চিরচেনা চিরজানা 
ঠিক অতীতের কোনো স্মৃতি! 
কিন্ত কিভাবে এমন হয়? 
একি বাস্তব, না এ বাস্তবতা নয় 
কারণ সুখ তো জীবনে মরীচিকা৷ 
আর এক জনমে সুখ খুঁজতে খুঁজতে 
আমরা বড় ক্লান্ত হয়ে উঠি; 
তবুও আমার আবেগী এই মন— 
এক জনমের না পাওয়া সব সুখকে 
স্মৃতি হাতড়িয়ে খুঁজে পেতে চাই 
হয়তো অলীক কোনো এক পুনর্জন্মে!

২) তবুও দেখা হোক 

একদিন দেখা হবে— 
দু'জনের দেখা না হওয়ার সমস্ত আবেগ জুড়ে 
একদিন দেখা হবে— 
দু'জনের চেপে রাখা বৃষ্টিস্নাত কান্নার রঙ ছুঁয়ে 
একদিন দেখা হবে— 
দু'জনের বাঁধভাঙা অনাবিল সুখের উচ্ছ্বাসে 
একদিন দেখা হবে— 
দু'জনের পার্থিব ব্যস্ততাকে একপাশে দূরে ঠেলে৷ 

তাও যদি দেখা না হয়— 
দেখা হবে অন্য পুনর্জন্মে
অথবা নিয়তির মহাকালে৷ 

সমস্ত আক্ষেপ ঘুচে— 
একদিন ঠিকই দেখা হবে 
অদেখা স্বর্গের কোন এক সিঁড়িতে!

সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ