অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নির্জনতা - নির্মল কুমার প্রধান

নির্জনতারও কথা আছে ---
আমাদের শোনার কান নেই, বোঝার হৃদয় নেই, 
বিন্দুমাত্র আগ্রহ নেই জানার, কিংবা
অনুভব নেই তার ভাষার প্রাঞ্জলতা কুড়োবার, 
শুধু ভালোবাসি, ভালো লাগে নির্জনতাকে। 

ব্যস্ততার স্রোতে মূল্যবান খড়কুটোও
অনাদৃত- অবহেলায় ভেসে যায় জানতে-অজান্তে
দৃষ্টি দূরে -কাছে হ'লেও তা ফিকে
কোনো এক দুর্বলতা টানে -- পারি না ঠেকাতে।

টুপ্ ক'রে ডুব দিলে পাতা ঝরার শব্দ 
ঝিরঝিরিয়ে উঠলে শুকনো পাতায় উদাস হাওয়া
কিংবা কাকলি -গুঞ্জন স্তব্ধতা মাড়িয়ে গেলে, 
ওপারের পথ ভরিয়ে গেলে কারো মঞ্জীর ধ্বনি  
মনে হয় নিস্তব্ধতা আরও, আরও রমণীয় রূপ ধরে 
     -মুগ্ধতার উঠোনে এসে দাঁড়ায় নির্জনতা।

নির্মল কুমার প্রধান
পশ্চিমবঙ্গ,  ভারত