বাহাদুর যুদ্ধ - জান্নাতুল নাইম
মনের সাথে মনের যুদ্ধ।
মৌন যুদ্ধ, শীতল যুদ্ধ, পরম-গরম সম্পর্ক যুদ্ধ।
উছিলায় যুদ্ধ, হিপোক্রেটিক ওয়ার,
গ্রীনল্যান্ডে মজুত গ্যাস, করিডোর, ফারাক্কা বাঁধ …
প্রকৃতির সাথে প্রকৃতির যুদ্ধ।
ফরেস্ট ফায়ার, বন্যা, খরা, অতি বৃষ্টি,
সাইক্লোন, টরনেডো, হারিকেন…
জাতের নামে অ-জাত, কু-জাত, সু-জাত,
উঁচু-জাত, নাক উঁচু-জাত, নিচু-জাত।
কবি নজরুলের ভাষায়,
‘জাতের নামে বজ্জাতি..’
আমার কাছে, ‘সুজাত আর সুজাতার’ যুদ্ধ।
দারুণ সব জাত-গর্ব যুদ্ধ!
মৌলিক বিশ্বাস, স্থূল বিশ্বাস, রক্ষণশীল,
প্রগতিশীল, বোকা ভার্সেস ধূর্ত,
ধর্ম, অ-ধর্ম, বে-ধর্ম কত রঙ বেরঙের বিশ্বাসের যুদ্ধ!
পুরুষ, নারী, লিঙ্গ ক্ষমতায়ন, লিঙ্গ ধ্বংসকরণ, সনাক্তকরণ … লিঙ্গ বিশেষ যুদ্ধ।
বাহাদুর, অস্ত্র মজুত, ক্ষেপণাস্ত্র ..
এ-ব্লক, বি-ব্লক, পাওয়ার ব্লক ..
বেসিক ব্লকে ব্লকে, সম্পদের অলিতে গলিতে…
প্রাকৃতিক ও রাজনৈতিক সম্পদের বুলির বলিতে…
সম্পদ যুদ্ধ..
পশ্চিমের সাথে পূর্বের, দিকের সাথে দিকের যুদ্ধ।
বন্ধু তোমার আমি, আমার তুমি, এও কি যুদ্ধ?
তুমি ভালোবাসো ফুল, আমি পাখি, এও কি যুদ্ধ?
তুমি ভালো কবিতা লিখো, আমি পারিনা, এটাও কি?
তুমি লাইক দাও, আমারটা মিস হয়, এটাও কি?
তোমার গ্রন্থ দশটা, আমার মাত্র একটা, সেটাও?
তুমি ঢাকায়, আমি টরোন্টো, সে লন্ডনে.. সেটাও?
তাহলে?
মানুষ বলে?
বিবেকবান বলে?
কেন মানবতায় আর অ-মানবতায় এতো যুদ্ধ?
লাল রক্তের সাথে লাল রক্তের এতো যুদ্ধ যুদ্ধ খেলা কিসের?
অতিশয়, প্রবল, ভীষণ, উগ্র, তীব্র, অসহ্য, উৎকট, কঠিন, ক্রুর, নৃশংস, মর্মান্তিক সব যুদ্ধ ইতিহাস।
যুদ্ধ কখনো ভূমি বা ধরণীর রায়বাহাদুর-ই বলো আর সম্রাট-ই বলো, হতে পারেনি, পারবেও না।
জান্নাতুল নাইম
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
23-10-2023
-
-