অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
চিঠি পেলে মনে হয় - হামিদা বানু

চিঠি পেলে মনে হয়,
খোলা জানালায় এক টুকরো রোদ্দুর ছুঁয়ে যায় আমায়।
নীল খামে জমে থাকা মুক্তোর শিশির যেন  স্নাত করে দেয় মমতায়। 
আমি ভেসে যাই  মহাসাগরের জলরাশির স্রোতে ঢেউয়ের ফেনায় পানকৌড়ি মাছরাঙাদের সাথে  অস্তগামী সূর্য কে ছুঁয়ে ছুঁয়ে।
সেই কিরণে আমি অলৌকিক জ্যোতির সমুদ্রে আবার, বারবার ডুব দিই!
গহীন স্বচ্ছ জলের ভেতর যতদূর 
চোখ যায় নীল আনন্দ খেলা করে, শীতল স্নিগ্ধ সময় শুধু আমারই হয়ে থাকে!
 মনে হয় থাক না আমার আনন্দ সবটুকু ওই খামের ভেতর, খুলে কাজ নেই। 
 সোনালী প্রজাপতি উড়ে যায় যদি, তার চেয়ে নীল খাম বন্ধ থাকুক অনন্ত কাল॥

হামিদা বানু
টরন্টো, কানাডা