অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বৃষ্টি - ফরিদ তালুকদার

হাশূণ্যটাকেও কখনো মনে হয় মর্তের চেয়ে অনেক বেশি জীবন্ত 
নক্ষত্রেরা আজ আর শুধু কাব্যের উপকরণ নয়, বিভাজিত এই আত্ম সত্ত্বায়! 

এই ঘরদোর, জাগতিক টান, সংলাপ, প্রবল প্রতাপে এখনো দাঁড়িয়ে থাকা চুনসুরকিতে আবৃত সংস্কারের দেয়াল, মিডিয়ার পাতায় চোখ বুলিয়ে নিত্য মনের দূষণ...
এ সবকিছুই তো এখন খুব নিয়মমাফিক, খুব আচার সর্বস্ব!

চিটচিটে বাতাসে বেশ খানিকটা উত্তাপ আজ
পিঁপড়েরা গর্ত ছেড়ে মহা ব্যস্ত খাদ্যের সন্ধানে
অতীতকে জানতে ওরা কোনো ইতিহাস লিখে রাখেনি
রূপকথা না হোক, তবুও ভেবে নিতে পারি ওদেরও কিছু গল্প আছে
তবে নিশ্চিত যে, মানুষের ইতিহাসের পাতার মতো বংশপরম্পরায় ওরা কোনো মিথ্যেকে টেনে নিয়ে যায় না নুতন আরকেটি দিনের দুয়ার খুলতে! 

'এ ঐতিহ্য তো কেবল মানুষের-ই নয়'! 

বৃষ্টি হলে এখনো আমি সব রকম মন শাসনের উর্ধে উঠে যাই
বিস্মৃতি অনেক কিছুই কেড়ে নিয়েছে ঠিক
কিন্তু আবেগের রাশ যে এখনো সঠিক টেনে ধরতে শিখেনি বিষুবীয় এই প্রাণ
মাঝে মাঝে এখনো তাই ভাবি---

ভুল করেও যদি তুই একবার এসে পড়তিস
তাহলে যন্ত্রণার সব পাহাড় ডিঙিয়ে আমরা না হয় এবার ঐ তারার দেশেই ঘর বাঁধতাম!

বিভ্রান্তি নয়
মর্তের মাটিতে প্রকৃত ভালোবাসা দিনে দিনে যে শুধুমাত্র এক কৌতুহলেই বিবর্তিত হয়েছে এখন!

ফরিদ  তালুকদার 
টরন্টো, কানাডা