অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
হেমন্ত প্রেম - কাজী মাসুদ

সেছে হেমন্ত সেজেছে অনন্ত
রুপসী বাংলা আজ,
শ্যামল বরণে সোনালী ভূষণে
হরষে ভেঙেছে লাজ।
প্রভাতি রবি রাঙিছে সবি
দূরিছে কুহেলিকা,
স্নিগ্ধ হাওয়ায় চিত্ত হারায়
জাগিছে মাধুরিকা।
শাপলা শালুক জড়ায়ে লাজুক
খেলিছে লুকোচুরি,
পানকৌড়ি জলে মাছরাঙা দোলে
সহাসে পদ্ম কচুরি।
হিজল তমাল সেগুন শাল
আম্র কাঠাল বনে,
বটের ছায়ায় উদাসী মায়ায়
বাঁশরি বাজে মনে।
সোনালী ধানে কিষাণি প্রাণে
রুপালী নদীর ধারে,
তৃষিত হৃদয় সুবাসে সদাই
নবান্ন আড়ম্বরে।

কাজী মাসুদ
যশোর,বাংলাদেশ