অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পড়া ফেলে -প্রভঞ্জন ঘোষ

ড়ছে জোনাক
কনকপুরের
এঁটেল মাটির মাঠে
অর্ধ চাঁদের
অল্প আলোর
অবাক দৃশ্যপটে।
ভূত তবু নয়
ভূতের মতো
হাওয়ার ছানা নাচে
আলের কাছে
বেড়ার পাশে
যতেক গাছে গাছে।
উড়ছে মশা
উড়ছে পেঁচা
চামচিকেদের ছা,
চামচিকেতে 
খাচ্ছে মশা-য়
ক্যামনে দেখে যা-
সেই মাঠেরই
শেষ সীমানার
স্বপ্নমাখা ঘরে
হরির ছেলে
পড়া ফেলে
দেখছে সে সব ঘুরে।

প্রভঞ্জন ঘোষ
পশ্চিম মেদনীপুর
পঃবঃ, ভারত