অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মহীতোষ গায়েন এর দুইটি কবিতা

# প্রতীক্ষা 
মাঘের শেষে শিশিরের পরশ
মাখা রাতে চাঁদের আলোয়
তোমার মায়াবী চোখ আমায়
টানতো,সাহস পাইনি জানাতে।

কবিতা ছাপা শাড়ির আকর্ষণে
নিজেকে জড়িয়ে ইচ্ছে করতো
গোলাপবাগের খোলা হাওয়ায়
নির্জন সংলাপে নিশিযাপন...

ফাগুনের হাওয়া জানতো,অথচ
তুমি জানতে পারো নি কখনো,
জানতে চাও নি কখনো,মনের
মধ‍্যে সোহাগ; প্রেমের অনুভূতি।

সময় হারিয়ে গেল, বসন্তের ডালে
ডালে ফুল, সময়কে একান্ত আপন
করতে সাহস পাইনি ,স্বাতী নক্ষত্র, 
নিরাপদ আস্তানা খুঁজে পেলে তুমি।

স্মৃতির সমুদ্রে ভাসছি নিরবধি...
মরমি করাতে কাটে যাবতীয় 
অনুভূতি, হৃদয়ে হৃদয়ে প্রগাঢ় 
সন্নিবেশের অনন্ত প্রতীক্ষা তাই।

# ন ব জী ব নে র গা ন
রাত শেষ হয়ে এলো চড়াই উৎরাই
হয়নি এখনো অনেক কথাই বলা,
পূর্ণিমা চাঁদ ডুবে যায় খাল পাড়ে
হয়তো হবে না একসাথে পথ চলা।

ছেলেটি মেয়েটি দেখেছে অনেক স্বপ্ন
সব স্বপ্ন ভেসে যায় দুঃসময়ের জলে,
ছিন্ন তার একসাথে নব জীবনের গান 
বহু স্মৃতি অম্লান সেই কৃষ্ণচূড়ার তলে।

তারা মিশেছে অজানা অচেনা পথে
হয়তো আবার হবে তাদের দেখা,
সে পথে আছে বহু সংশয় সংগ্রাম
এবার লড়াই আর নয় একা একা।

ভোর হয়ে এলো উঠবে মুক্তি সূর্য
নতুন করে লড়াই তাদের জারি,
প্রতিরোধ গানে গণ অঙ্গীকারে
সব হারাদের জীবন গড়তে পারি।

মহীতোষ গায়েন 
কলকাতা, পশ্চিমবঙ্গ

[পরিচিতি: ড. মহীতোষ গায়েন,ভাইস প্রিন্সিপাল,সিটি কলেজ, কলকাতা,সম্পাদক-দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ (পশ্চিমবঙ্গ), সম্পাদক-উৎসমানুষ নিউজ, প্রকাশিত কাব্যগ্রন্থ-৪টি,গবেষণা সহ অন্যান্য প্রকাশিত গ্রন্থ-৯টি, বিভিন্ন পত্র,পত্রিকা,লিটল ম্যাগাজিনে নিয়মিত, অনিয়মিত কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়। ইমেইল-g.mahitosh@yahoo.com]