অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ক্যামেরার অনুমতি - শীতল চট্টোপাধ্যায়

ক্যামেরা বন্দী করতে
বন্দী হয়ে গেছে চোখ।
খালি চোখে দেখার অভ্যাস হারিয়ে
ক্যামেরার চোখ -চোখে জুড়ে
দেখার সম্পূর্ণতা পায় চোখ এখন।
অবসর পাওয়া ভুলে যাওয়া চোখ
ঘুম থেকে উঠলেই
চোখ দুটো কেড়ে নেয়
ক্যামেরার চোখ।
চোখের জীবন থেকে হারিয়ে যায়
ছোট গ্রামটির বেঁচে থাকা ,
বাবা - মায়ের বাঁধানো ছবির দিকে
খালি চোখে তাকাতে চাইলেও
ক্যামেরার অনুমতি প্রয়োজন।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ