অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দুঃস্থ পৃথিবীর স্নিগ্ধ স্বপ্ন - গোলাম কবির

 প্রেমিক কোথায়! 
 এখানে এখন সব 
 নরম মাংসলোভী 
 শেয়ালের আনাগোনা 
 প্রেমিকের ছদ্মবেশে! 

 মানুষ কোথায়! 
  এখন তো সব 
  অমানুষের দল 
  ঘুর ঘুর করে 
  মানুষের রূপ ধরে! 

 ঈশ্বরে বিশ্বাসীরা কোথায়! 
 এখানে এখন সব 
 নগদে বিশ্বাসী 
  মুনাফেকের দলে 
  ভরে গেছে 
  পৃথিবী জোড়া!

  আমাদের নদী কোথায়! 
  এখন তো প্রায় সব নদীই 
  হয় মরে গেছে 
  নয়তো শুকিয়ে 
  নারীর মাথায় চুলের 
 সিঁথির মতো সরু হয়ে গেছে 
 নয় তো জলশূন্য 
 কোনো চিকন নালা 
 হয়ে গেছে!

 এইসব প্রেমিক নামের 
  বুনো শেয়াল, 
 মানুষ নামের অমানুষ নয়তো 
 পশু আর মুনাফেকদের 
 কবল হতে কবে মুক্তি পাবে মানুষ! 
 নদীরা কী আবারও 
  নদী হয়ে বয়ে যাবে নিরবধি? 
  কবে হবে এসব! 

  অপেক্ষা করতে করতে 
 একদিন আমিই হয়তোবা 
 বিদায় নেবো 
  এই বিষণ্ণ সুন্দর পৃথিবী ছেড়ে! 

  তবুও পৃথিবীতে প্রেমিক থাকুক, 
  সুন্দর হৃদয়ের অধিকারী মানুষের  
  সংখ্যা বেড়ে যাক, প্রকৃত ঈশ্বরে 
  বিশ্বাসী হোক মানুষেরা, 
  নদীরা আবারও নদী হয়ে 
  বয়ে চলুক নিরবধি, 
  ছুটে চলুক সাগর পানে, 
  এইসব স্বপ্ন বুকে নিয়ে 
  উন্নিদ্র রজনী কেটে যায়  
  ঘুম আর আসে না চোখে!

গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ