অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ভুলে গেছে মোরে -সিদ্ধেশ্বর হাটুই

সেই বট বৃক্ষটা আজ আর ডাকে না আমায়
অভিমানে হয়তো ভুলে গেছে মোরে,
অনিবার্য কারণে তোমার সমক্ষে আমার
দেখা হয়ে ওঠেনি ঠিকই,
তবু এ ব্যাকুল মনে বারংবার স্মরণ করি তোমায়,
কত মধুর স্মৃতি জড়ানো সেই ঘটনা।
তোমার আঁচল বিছানো ছায়ায় বসে
জীবনের অনেকটা সময় পার করছি, কত খেলা খেলেছি,
বেয়াদবি করে তোমার স্নেহভরা শাখায় চড়ে
একাগ্রচিত্তে দেখেছি ফসল ভরা মাঠ, দূরের পুষ্করিণীর জল
সেথায় ফুটে থাকা পদ্ম ফুলের বাহার।
দেখেছি সুদূরের ঐ ঘন শাল জঙ্গল,
দেখেছি অদূরে রাস্তা দিয়ে যাওয়া যানবাহন,
দেখেছি মুক্ত আকাশে পাখিদের আনাগোনা।
দেখেছি আকাশে মেঘের রূপের দীপ্তি,
পেয়েছিলাম এ মনে কত শান্তি।
একাকিত্বের যন্ত্রণা থেকে তুমি দিয়েছিলে মুক্তি
জাগিয়েছিলে এই হৃদয়ে  বাঁচার শক্তি।
আজ দেখো সংসার জাঁতাকলে পড়ে
তোমার সঙ্গে দেখা করার মতো একটু ফুরসত পাইনি।
তবে তুমি আমায় আর না ডাকলেও
আমি আজও তোমায় ভুলতে পারিনি , কখনো পারবোও না।
একদিন তুমিই ছিলে আমার প্রিয় বন্ধু
তাই তোমায় ভুলে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ