তোর জন্যই বাঁচি - তন্ময় পালধী
মাঠ থেকে ফিরেই খোকা জড়িয়ে ধরে মাকে
হাসিমুখে শুধায় বলো বাবা কোথায় গেছে?
সবাই বলে তোর বাবা যে ওই আকাশের তারা
ওরা ভীষণ বোকা মাগো বলছে এমন যারা।
খোকার এমন সরলতায় মায়ের কাঁপে বুক
কি করে যে বোঝায় ওকে কেন এমন দুখ?
একটু হেসে কাছে টেনে মাথায় রেখে হাত
বলব তোকে কেন এমন দুখের বজ্রপাত।
তুই ছাড়া এ জগতে আমার আর নেই কেউ
জানিস খোকা কেন এল দুখের এমন ঢেউ?
তুই তো তখন পেটে আমার এমন ওদের বিষ
আমার সুখকে ছিনিয়ে নিল, দুঃখ অহর্নিশ।
রোজই তোকে মিথ্যা বলি, আসবে বাবা কাল
তপস্যাতেও বাঁচবে নাতো মৃত গাছের ডাল।
তোর বাবাকে খুন করেছে মানুষরূপী পশু
ওরাই আইন ওরাই বিচার ওরাই যে সব কিছু।
প্রতিবাদী বাবাটা তোর বোকা ছিল ভারি
যাদের জন্য করল লড়াই আজকে তারা পর-ই
নগ্ন বিবেক,মিথ্যে লড়াই, মুখোশ খুলতে সব
একদিন রাতে ফিরল না আর খুশির কলরব।
লড়াই করেও পাইনি কিছু উপেক্ষাটা ছাড়া
তোকে নিয়ে বাঁচব বলে হয়েছি গ্রাম ছাড়া
খোকা বলে, ঘুচাব মা যন্ত্রণা তোর মুখে নির্ভীক হাসি
কান্না ভুলে মা হেসে কয়,তোর জন্যই বাঁচি।।
তন্ময় পালধী
হুগলী, ভারত
-
ছড়া ও কবিতা
-
28-11-2023
-
-