অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুখের অভিনয় - মো.মহিবুল ইসলাম মহিন

সুখ, সে-তো জীবনের এক পরম পাওয়া,
ধনী, দরিদ্রের মাঝে মিশ্র  সুখের ধারা।
হাসি কান্নার মাঝেই সুখের সেই অবারিত ধারা,
কৃত্রিমতায় হারিয়ে  আজি দুঃখের পাগলপারা।
প্রতিনিয়ত মোরা নিমগ্ন সুখের সন্ধানে,
কৃত্রিমতায় হারিয়ে ফেলেছি,
জীবনের  প্রকৃত মানে।
হাসিতে এসেছে আজ ঠোঁটের কোনে,
একচিলতে কৃত্রিমতার ভাজ।
সবাই মোরা  প্রতিনিয়ত করে চলেছি,
সুখেরই অভিনয়।
দিন শেষে আমরা সবাই,
লুকিয়ে অন্তরিক্ষে বিশাদময়।
বিষাদময়তা কৃত্রিমতায় ছুড়ে ফেলি সব,
সামনে আসবে সবার শুভ কোন ক্ষণ,
কৃত্রিমতা বর্জিত এই হউক আবেদন।

মো.মহিবুল ইসলাম মহিন
বিরামপুর, দিনাজপুর
বাংলাদেশ