তোমাকেই বলছি! - বিশ্বজিৎ কর
পথভোলা পথিকের দেখা চাই,
মুক্ত বিহঙ্গের মননে!
ভালোবাসার ঠিকানা চাইব-
তোমার খোলা হাওয়ায়!
বার্তা পাঠিয়ে দেবো,
সুনীল-শক্তি-জয়ের লেটার বক্সে!
জবাব না পেলে কবিতা লিখব,
তোমার চুম্বনের নির্যাসে!
যদি সময় পাও -
সুধার চলার পথে পায়ের ছাপ খুঁজে নিও,
অব্যক্ত ভালোবাসার গন্ধ পাবে!
ঐ শোনো, বেলামাসি কাঁদছে-
কাল বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
যাঃ! রুকসানার স্কুল যাওয়া হল না,
কলমিশাক তুলতেই...!
মনখারাপের বিষন্নতা গ্রাস করে,
তুলসীমঞ্চে প্রদীপ জ্বলে না, শুধুই আগাছা!
শঙ্খধ্বনিতে ছন্দ নেই...!
একটা চাপা শব্দ -
সঞ্চয়িতা - র পাতা উড়ছে,
আঃ, কি সুগন্ধ!
বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
28-11-2023
-
-